Breaking

Friday, January 14, 2022

পদার্থের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
উঃ পদার্থের স্ফুটনাঙ্ক নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে-
(i) তরলের প্রকৃতি 
(ii) তরলে দ্রবীভূত পদার্থের উপস্থিতি 
(iii) তরলের উপর চাপ।
(i) তরলের প্রকৃতিঃ বিভিন্ন তরলের স্ফুটনাঙ্ক বিভিন্ন। যে তরল যত বেশি উদ্বায়ী হবে তার স্ফুটনাঙ্ক তত কম হবে। যে তরল যত কম উদ্বায়ী হবে তার স্ফুটনাঙ্ক তত বেশি হবে।
(ii) তরলে দ্রবীভূত পদার্থের উপস্থিতিঃ তরলে কঠিন পদার্থ দ্রবীভূত থাকলে স্ফুটনাঙ্ক বাড়ে, তরলে গ্যাস দ্রবীভূত থাকলে স্ফুটনাঙ্ক কমে।
(iii) তরলের উপর চাপঃ তরলের উপর চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়ে চাপ কমালে ফুটনাঙ্ক কমে।

আরো পড়ুন-
1. বাষ্পায়ন কাকে বলে? কোনো তরলের উপর বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
2. পদার্থের গলনাঙ্ক  কি কি বিষয়ের উপর নির্ভর করে?

No comments:

Post a Comment

কোন প্রশ্নের উত্তর ভুল থাকলে অবশ্যই কমেন্টে জানাবে ( কারেন্ট অ্যাফেয়ার্স সময়ের সাথে সাথে উত্তর পরিবর্তন হয়)