ওয়াহাবি আন্দোলনের তিতুমীরের ভূমিকা

ওয়াহাবি আন্দোলনের তিতুমীরের ভূমিকা
অথবা,
তিতুমীরের বারাসাত বিদ্রোহ - টিকা লেখো।
উঃ বাংলাতে ওয়াহাবি আন্দোলনের প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা নেন তিতুমীর (আসল নাম মীর নিশার আলি)। সমাজের নিম্নবর্গের মানুষদের প্রতিনিধিরূপে তিনি একক প্রচেষ্টায় ওয়াহাবি আন্দোলনকে খুলনা, যশোহর, ঢাকা, রাজশাহি, মালদা, ২৪ পরগনা, নদিয়া প্রভৃতি অঞ্চলে বিস্তৃত করেন। বাদুরিয়া থানার ১০ কিমি দূরে নারকেলবেড়িয়া নামক গ্রামে তিনি একটি বাঁশের কেল্লা তৈরি করে নিজস্ব প্রশাসন গড়ে তোলেন।

আরো -
1. ওয়াহাবি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। ওয়াহাবি আন্দোলনের ব্যর্থতার কারণ গুলি কি কি?
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url