চেয়ারে বসে চেয়ার তোলা যায় না কেন?

চেয়ারে বসে চেয়ার তোলা যায় না কেন?
উঃ চেয়ারে বসে চেয়ার তোলা যায় না কারণ স্থির অবস্থায় চেয়ার এবং ব্যক্তির মোট ভরবেগ শূন্য। এখন চেয়ারে বসে চেয়ারে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করলে চেয়ার ও লোকটির উপর নিম্নমুখী মান প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। যেহেতু বাইরে থেকে কোনও বল কাজ করে না সেহেতু ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী চেয়ার ও লোকটির মোট ভরবেগ শূন্য। এইজন্য চেয়ার তোলা যায় না।
Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous March 10, 2024 at 10:56 PM

    Thank you very much sir for giving this question's answer in such a easy way

Add Comment
comment url