শিন্তো ধর্ম কি? জাপানের প্রাচীন ধর্মকে কি বলা হয়?

জাপানের শিন্তো ধর্ম কি?
উত্তরঃ মধ্যযুগে জাপানে দুটি ধর্মমত জনপ্রিয় ছিল। যথা—(১) বৌদ্ধধর্ম(২) শিন্তো ধর্ম। 
জাপানিদের ধর্ম ‘শিন্তোবাদ’ নামে পরিচিত ছিল। এই শিন্তো ধর্মে সম্রাটের প্রতি আনুগত্য এবং দেশের প্রতি ভালোবাসার ওপর জোর দেওয়া হত। এছাড়া প্রকৃতি ও পূর্বপুরুষদের উপাসনা করাও এই শিন্টোধর্মের অঙ্গ ছিল। শিন্তোবাদের অর্থ হল ‘দেবতাদের পথ’। প্রকৃতি ও পূর্বপুরুষদের পূজা করা এসবই হল ভগবানের বা দেবতাদের পথ। শিন্তো ধর্মের সবচেয়ে প্রধান পুরোহিত হলেন সম্রাট নিজে। তিনি সম্রাট ও প্রধান পুরোহিতের এই দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। প্রাচীন ও মধ্যযুগের বহু দেশে সম্রাট বা রাজা এই ধরনের ক্ষমতা ভোগ করতেন।

জাপানের প্রাচীন ধর্মকে কি বলা হয়?
উঃ শিন্টো ধর্ম।
শিন্টো ধর্মের প্রধান উপাস্য কি?
উঃ সূর্য
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url