পবিত্র রোম সাম্রাজ্যের পুনরুত্থান কীভাবে ঘটেছিল ?

পবিত্র রোম সাম্রাজ্যের পুনরুত্থান কীভাবে ঘটেছিল ?
উত্তরঃ শার্লাম্যানের রাজত্বকালের সবচেয়ে স্মরণীয় ঘটনা রোম সাম্রাজ্যের সম্রাট পদে পোপ কর্তৃক তাঁর অভিষেক। ইউরোপে খ্রিস্টান ধর্মের কেন্দ্র ছিল রোম। এখানে থাকতেন ধর্মগুরু পোপ। শার্লাম্যানের সময় পোপ ছিলেন তৃতীয় লিও
তৃতীয় লিও পোপ হয়ে অনেক বিপদে পড়েন। বিরোধী দলের হাতে লাঞ্ছিত হয়ে তিনি রোম থেকে বিতাড়িত হন। শার্লাম্যানের সাহায্য নিয়েই তিনি আবার ক্ষমতা ফিরে পান।

পোপ তৃতীয় লিও এই উপকারের যে প্রতিদান দিলেন তা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। 800 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বর রোমের সেন্ট পিটার গির্জায় খ্রিস্টজন্মের উৎসব পালিত হচ্ছিল। শার্লাম্যান উপাসনার জন্য সেখানে উপস্থিত হন। উপাসনা শেষে তিনি উঠে দাঁড়ালে পোপ তাঁর মাথায় রাজমুকুট পরিয়ে দিলেন। সমবেত জনমণ্ডলী শার্লাম্যানকে রোমের সম্রাট বলে অভিনন্দিত করল। এভাবে পশ্চিম রোম
সাম্রাজ্যের পতনের তিনশ বছর পরে আবার রোম সাম্রাজ্যের পুনরুত্থান ঘটল। তবে এই ব্যাপারে কিছুটা নতুনত্ব ছিল। আর তা হল খ্রিস্টধর্ম ও খ্রিস্টীয় সাম্রাজ্যের ধারণা। রোম সাম্রাজ্য হল খ্রিস্টধর্মীদের আর পোপ হলেন তার ধর্মগুরু। তাই এই সাম্রাজ্যকে বলা হয় হোলি বা পবিত্র।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url