বৃদ্ধি ও জনন এর গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

বৃদ্ধি ও জনন
বৃদ্ধি ও জনন এর গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
1. উদ্ভিদের বৃদ্ধি কোথায় বেশী দেখা যায় ?
উঃ উদ্ভিদের বৃদ্ধি প্রধানত কান্ড ও মূলের অগ্রভাগে অবস্থিত ভাজক কলায় বেশি ঘটে।
2. প্রাণীদের কোন্ কোন্ অংশের বৃদ্ধি আমরণ?
উঃ প্রাণীদের নখ ও চুলে বৃদ্ধি সারা জীবনই ঘটে।
3. উদ্ভিদের দুটি বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি?
উঃ আর্ক ইন্ডিকেটর (Arc indicator) এবং অক্সানোমিটার (Auxanometer).
4. জীবদেহে বৃদ্ধির দুটি ব্যাহিক শর্তগুলি কি কি?
উঃ জল, বায়ু, তাপ বা আলো।
5. জীবদেহে বৃদ্ধির দুটি আভ্যন্তরীণ শর্তগুলি কি কি?
উঃ হরমোন, উৎসেচক, খাদ্য ইত্যাদি। 
6. জীবদেহে বৃদ্ধির দুটি বিশেষ শর্ত উল্লেখ কর।
উঃ  বৃদ্ধির দুটি বিশেষ শর্তগুলি হল বংশগতি এবং পরিবেশ।
7. উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমােন কোনটি ?
উঃ অক্সিন এবং কাইনিন উদ্ভিদের বৃদ্ধিতে প্রধান সহায়ক হরমোন। 
8. প্রাণীর বৃদ্ধি নিয়ন্ত্রক হরমােন কোনটি? 
উঃ সোমাটোট্রফিক হরমোন ( S.T.H).
9. কোন প্রাণীতে প্রত্যক্ষ পরিস্ফুটন দেখা যায় ?
উঃ সরীসৃপ ও পাখি।
10. কোন প্রাণীতে পরােক্ষ পরিস্ফুটন দেখা যায় ? 
উঃ পতঙ্গ ( মশা, প্রজাপতি) ও উভচর ( ব্যাঙ).
11. অযৌন জননের এককের নাম কি?
উঃ অযৌন জননের একক রেণু বা স্পোর।
12. যৌন জননের এককের নাম কি ? 
উঃ যৌন জননের একক গ্যামেট।
13. অযৌন জনন সম্পন্ন করে এমন একটি উদ্ভিদ ও প্রাণীর উদাহরণ দাও। 
উঃ অযৌন জনন সম্পন্ন করে এমন একটি উদ্ভিদ হল মিউকর, অ্যাগারিকাস ইত্যাদি উদ্ভিদ।
অযৌন জনন সম্পন্ন করে এমন প্রাণীর হল অ্যামিবা, হাইড্রা
14. যৌন জনন সম্পন্ন করে এমন একটি উদ্ভিদ ও প্রাণীর উদাহরণ দাও। 
উঃ যৌন জনন সম্পন্ন করে এমন উদ্ভিদ হল বিভিন্ন উন্নত শ্রেণীর উদ্ভিদ। এবং যৌন জনন সম্পন্ন হয় প্রাণীদেহে।
15. সংযুক্তি পদ্ধতিতে যৌনজনন সম্পন্ন করে এমন একটি উদ্ভিদ ও প্রাণীর উদাহরণ দাও? 
উঃ স্পাইরোগাইরা ( শৈবাল), প্যারামিসিয়াম (প্রোটোজোয়া) ইত্যাদি।
16. বহিঃনিষেক দেখা যায় এমন একটি প্রাণীর উদাহরণ দাও। 
উঃ মাছ, ব্যাঙ, হাইড্রা ইত্যাদি।
17. অন্তঃনিষেক দেখা যায় এমন একটি প্রাণীর উদাহরণ দাও। 
উঃ সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণী।
18. দ্বিনিষেক দেখা যায় এমন একটি একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ দাও। 
উঃ সস্যল উদ্ভিদ যেমন রেড়ী, ভুট্টা।
19. অপুংজনির সাহায্যে বংশবিস্তার করে এমন একটি উদ্ভিদ ও প্রাণীর উদাহরণ দাও। 
উঃ অপুংজনির সাহায্যে বংশবিস্তার করে এমন উদ্ভিদ হল মিউকর, স্পাইরোগাইরা ইত্যাদি।
অপুংজনির সাহায্যে বংশবিস্তার করে এমন প্রাণী হল বোলতা, মৌমাছি, পিঁপড়ে ইত্যাদি।
20. কোন উদ্ভিদ কোরকোদগম পদ্ধতিতে বংশবিস্তার করে?
উঃ ঈস্ট
21. পত্রাশ্রয়ী মুকুলের সাহায্যে বংশবিস্তার করে কোন গাছ? 
উঃ পাথরকুচি।
22. বুলবিলের সাহায্যে বংশবিস্তার করে কোন্ গাছ? 
উঃ চুপড়ি আলু, কন্দ পুষ্প, শতাব্দী প্রভৃতি গাছ।
23. ভূ-নিম্নস্থ কাণ্ডের সাহায্যে বংশ বিস্তার করে এমন দুটি গাছের উদাহরণ দাও। 
উঃ পিয়াজের বাল্ব বা কন্দ, আদার রাইজোম বা গ্রন্থি কন্দ, আলুর টিউবার, ওলের করম।
24. রেণুর সাহায্যে বংশবিস্তার করে এমন দুটি গাছের উদাহরণ দাও। 
উঃ মিউকর, পেনিসিলিয়াম।
25. সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গ কোনটি ? 
উঃ ফুল।
26. একটি উভয়লিঙ্গ ও একটি একলিঙ্গ ফুলের উদাহরণ দাও। 
উঃ একলিঙ্গ ফুলের উদাহরণ হল লাউ, কুমড়ো প্রভৃতি ফুল।
উভয়লিঙ্গ ফুলের উদাহরণ  হল জবা, অপরিজিতা, ধুতুরা, বক ইত্যাদি ফুল।
27. একটি সম্পূর্ণ ও একটি অসম্পূর্ণ ফুলের উদাহরণ দাও। 
উঃ একটি সম্পূর্ণ ফুল হল জবা এবং একটি অসম্পূর্ণ ফুলের উদাহরণ হল কুমড়ো
28. ফুলের পুংজনন অঙ্গ এবং স্ত্রীজনন অঙ্গ কোনটি? 
উঃ ফুলের পুংজনন অঙ্গ হল পরাগধানী (anther) এবং পুংদন্ড ( filament)
ফুলের স্ত্রীজনন অঙ্গ হল গর্ভমুণ্ড, গর্ভদন্ড, ও গর্ভাশয় বা ডিম্বাশয়
29. রূপান্তর দেখা যায় এমন একটি অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণীর নাম কি? 
উঃ রূপান্তর দেখা যায় এমন একটি অমেরুদণ্ডী প্রাণী হল প্রজাপতি। এবং
রূপান্তর দেখা যায় এমন একটি মেরুদণ্ডী প্রাণী হল ব্যাঙ
30. জনুক্রম দেখা যায় এমন একটি প্রাণীর উদাহরণ দাও।
উঃ নিম্ন শ্রেণীর প্রাণী যেমন মনোসিস্টিস
31. জনুক্রম দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও।
উঃ মস, ফার্ণ ইত্যাদি।
32. কোন প্রাণী কোরকোদগম পদ্ধতিতে বংশবিস্তার করে?
উঃ হাইড্রা।
33. কোন হরমােন ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে?
উঃ থাইরক্সিন।
34. বহিঃনিষেককারী একটি প্রাণীর নাম কি?
উঃ ব্যাঙ।
35. যৌন দ্বিরূপতাবিহীন একটি প্রাণীর নাম কি? 
উঃ ব্যাঙ
36. অ্যামিবার জনন পদ্ধতির নাম কি?
উঃ অযৌন জনন।
37. পারথেনােজেনেসিস দেখা যায় এমন একটি প্রাণীর নাম কি?
উঃ বােলতা
38. সংযুক্তি পদ্ধতিতে জনন সম্পন্নকারী একটি উদ্ভিদের নাম কি?
উঃ স্পাইরােগাইরা।
39. কলমের সাহায্যে উদ্ভিদের জনন কি প্রকারের? 
উঃ অঙ্গজ ।
40. দ্বি-নিষেক দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও।
উঃ রেড়ী, ভুট্টা।
41. যে যৌন জননে মিলিত গ্যামেটদ্বয় সমান আকারের হয় তাকে কি বলে?
উঃ আইসােগ্যামি।
42. একটি অণ্ড জরায়ুজ প্রাণীর উদাহরণ দাও। 
উঃ হাঙর ।
43. বৃদ্ধির লেখচিত্রকে কি বলে?
উঃ বৃদ্ধির লেখচিত্রকে সিগময়েড কার্ভ বলে।
44. উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি?
উঃ আর্ক ইন্ডিকেটর (Arc indicator) এবং অক্সানোমিটার (Auxanometer).
45. কোন হরমােন উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমােন?
উঃ অক্সিন ও কাইনিন।
46. একটি একলিঙ্গ উদ্ভিদের উদাহরণ দাও।
উঃ লাউ, কুমড়ো।
47. প্রাণীদেহে কোনটি সব সময় বৃদ্ধি পায় ?
উঃ নখ ও চুল
48. দুটি অসম আকৃতির গ্যামেটের মিলন প্রক্রিয়াকে কি বলে?
উঃ উগ্যামী বলে।
49. অ্যাজাইগােস্পোর কোন পদ্ধতিতে গঠিত হয়?
উঃ অপুংজনি পদ্ধতিতে।
50. রেণু কোন জননের একক?
উঃ অযৌন জননের একক।
51. কে বহুবিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে?
উঃ অ্যামিবা বহুবিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে।
52. দুটি গ্যামেটের মিলন পদ্ধতিকে কি বলে?
উঃ নিষেক বলে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url