ওহমের সূত্রটি লেখাে এবং ব্যাখ্যা করাে।
ওহমের সূত্র
উঃ ওহমের সূত্রটি হল 'উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবথা অপরিবর্তিত থাকলে কোনাে পরিবাহির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা ওই পরিবাহির দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিত হয়'।
ওহমের সূত্র ব্যাখ্যা করো।
ব্যাখ্যা : মনে করি AB একটি পরিবাহী। পরিবাহির A প্রান্তের বিভব VA এবং B প্রান্তের বিভব VB
মনে করি VA> VB
সুতরাং পরিবাহিতে A প্রান্তে থেকে B এর দিকে তড়িৎপ্রবাহ হবে তড়িৎপ্রবাহ মাত্রা I হলে।
ওহমের সূত্রানুযায়ী,
(VA - VB)∝ I [যদি উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে]
বা, VA -VB = RI [R=ধ্রুবক]
বা, V = RI [যদি VA – VB= V ধরা হয়)
বা, I =V/R
এই ধ্রুবক R কে পরিবাহির রােধ বলে। পরিবাহির প্রান্তীয় বিভবপ্রভেদ অপরিবর্তিত থাকলে পরিবাহির রােধ করলে প্রবাহ মাত্রা কমে এবং রােধ কমলে প্রবাহ মাত্রা বাড়ে।
ওহমের সূত্র থেকে কিভাবে পরিবাহির রােধের সংজ্ঞা পাওয়া যায়?
উঃ। পরিবাহীর দুই প্রান্তের বিভদ প্রভেদ V পরিবাহীতে প্রবাহমাত্রা I এবং পরিবাহিররােধ R হলে, ওহমের সূত্র থেকে পাই।
R =V/I
অর্থাৎ রােধ = পরিবাহির দুই প্রান্তের বিভদ প্রভেদ /পরিবাহির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা
সুতরাং ওহমের সূত্র থেকে রােধের সজ্ঞা হল—
কোনাে পরিবাহির প্রান্তের বিভবপ্রভেদ এবং পরিবাহির মধ্য দিয়ে তড়িৎপ্রবাহমাত্রার অনুপাতকে ওই পরিবাহীর রােধ বলে।