স্থানীয় সময় ও কোন স্থানের সঠিক অবস্থান
স্থানীয় সময় ও কোনো স্থানের সঠিক অবস্থান
উত্তরঃ কোনাে স্থানের মধ্যাহ্নের সময়কে বেলা 12 টা ধরে ওই দিনের সময়কে হিসেব করা যায় একে স্থানীয় সময় বলে।
2. ভূপৃষ্ঠের কোনাে স্থানের অবস্থান নির্দেশ করতে কোন কোন কাল্পনিক রেখার প্রয়ােজন ?
উত্তরঃ একটি নিরক্ষরেখা বা বিষুবরেখা। অপরটি মূলমধ্যরেখা বা প্রধান দ্রাঘিমারেখা।
3. পৃথিবীর উত্তর ও দক্ষিণ প্রান্তের স্থির বা নির্দিষ্ট বিন্দু দুটি কী কী ?
উত্তরঃ উত্তর প্রান্তের বিন্দুটি সুমেরু। দক্ষিণ প্রান্তের বিন্দুটি কুমেরু।
4. নিরক্ষরেখাটি ভূপৃষ্ঠে কীভাবে বিস্তৃত ?
উত্তরঃ নিরক্ষরেখা ভূপৃষ্ঠের ঠিক মাঝখান দিয়ে পূর্ব-পশ্চিমে বিস্তৃত।
5. মূল মধ্যরেখা ভূপৃষ্ঠে কীভাবে কল্পিত হয়েছে ?
উত্তরঃ কল্পিত মূল মধ্যরেখা লণ্ডনের পাশের গ্রিনিচ মানমন্দিরের মধ্য দিয়ে সুমেরু হতে কুমেরু পর্যন্ত সােজাসুজি উত্তর-দক্ষিণে বিস্তৃত।
6. মধ্যাহ্ন সময় কাকে বলে ?
উত্তরঃ সূর্য যখন তার আপাত গতি অনুসারে মধ্য গগনে থাকে তখনকার সময়কে মধ্যাহ্ন বলে।
7. সুমেরু ও কুমেরু কাকে বলে ?
উত্তরঃ পৃথিবী যে কল্পিত অক্ষের উপর প্রতিদিন আবর্তন করে, তার উত্তর প্রান্তের নাম সুমেরু বা উত্তর মেরু এবং দক্ষিণ প্রান্তের নাম কুমেরু বা দক্ষিণ মেরু ।
8. মেরুরেখা কাকে বলে ?
উত্তরঃ দুই মেরুবিন্দুর সংযােজক যে রেখাটি কল্পনা করা হয়, তাকে বলে মেরুরেখা।
9. কোন রেখা পৃথিবীকে দুই সমান অংশে ভাগ করেছে ?
উত্তরঃ নিরক্ষরেখা পৃথিবীকে দুই সমান অংশে ভাগ করেছে।
10. উত্তর গােলার্ধ ও দক্ষিণ গােলার্ধ কাকে বলে ?
উত্তরঃ নিরক্ষরেখার উত্তর অংশকে উত্তর গােলার্ধ এবং দক্ষিণের অংশকে দক্ষিণ গােলার্ধ বলে।
11. অক্ষাংশ কাকে বলে ?
উত্তরঃ নিরক্ষরেখা হতে উত্তরে বা দক্ষিণে কোনাে স্থানের কৌণিক দুরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলে।
12. নিরক্ষরেখার অক্ষাংশ কত ?
উত্তরঃ নিরক্ষরেখার অক্ষাংশ 0° (ডিগ্রি)।
13. উত্তর মেরুর অক্ষাংশ কত ?
উত্তরঃ উত্তর মেরুর অক্ষাংশ 90°° উত্তর।
14. দক্ষিণ মেরুর অক্ষাংশ কত ?
উত্তরঃ দক্ষিণ মেরুর অক্ষাংশ 90° দক্ষিণ ।
15. বৃহত্তম অক্ষরেখা কোনটি ?
উত্তরঃ বৃহত্তম অক্ষরেখা নিরক্ষরেখা।
16. ক্ষুদ্রতম অক্ষরেখা কী ?
উত্তরঃ মেরুবিন্দু দুটি ক্ষুদ্রতম অক্ষরেখা।
17. কর্কটক্রান্তি রেখা কোন গােলার্ধে অবস্থিত ? এর অক্ষাংশ কত ?
উত্তরঃ কর্কটক্রান্তি রেখা উত্তর গােলার্ধে অবস্থিত। এর অক্ষাংশ 23½° উত্তর।
18. মকরক্রান্তি রেখা কোন গােলার্ধে অবস্থিত ? এর অক্ষাংশ কত ?
উত্তরঃ মকরক্রান্তি রেখা দক্ষিণ গােলার্ধে অবস্থিত। এর অক্ষাংশ 23½° দক্ষিণ ।
19. সুমেরু বৃত্ত কাকে বলে ?
উত্তরঃ 66½° উত্তরে কল্পিত বৃত্তের নাম সুমেরু বৃত্ত।
20. কুমেরু বৃত্ত কাকে বলে ?
উঃ 66½° দক্ষিণে কল্পিত বৃত্তের নাম কুমেরু বৃত্ত
21. কলকাতার অক্ষাংশ কত ?
উত্তরঃ কলকাতার অক্ষাংশ 22°34 উত্তর।
22. অক্ষাংশ কী ?
উত্তরঃ নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে কোনাে স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলে।
23. G. M. T. এর পুরাে নাম কী ?
উত্তরঃ Greenwich Mean Time–গ্রিনিচ প্রমাণকাল ।
24. 1° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত ?
উত্তরঃ 1° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য 4 মিনিট।
25. ভারতের প্রমাণ সময়রেখা কোন শহরের ওপর দিয়ে গেছে ?
উত্তরঃ ভারতের প্রমাণ সময়রেখা এলাহাবাদ শহরের ওপর দিয়ে গেছে।
26. মেরুরেখা কাকে বলে ? মেরুবিন্দু দুটি কী কী ?
উত্তরঃ পৃথিবী উত্তর ও দক্ষিণ সীমান্তে সুমেরু বা উত্তর মেরু ও কুমেরু বা দক্ষিণ মেরু দুটি নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত। এই দুই মেরুবিন্দুর সংযােজক যে রেখাটি কল্পনা করা হয়, তার নাম মেরুরেখা। এই রেখাটি কাল্পনিক, কিন্তু মেরুবিন্দু দুটি কাল্পনিক নয়। উত্তর মেরুবিন্দুর নাম সুমেরু এবং দক্ষিণ মেরুবিন্দুর নাম কুমেরু।
27. সেক্সট্যান্ট কী ?
উত্তরঃ সেক্সট্যান্ট এক ধরনের যন্ত্র যার সাহায্যে কোনাে স্থানের মধ্যাহ্ন নির্দিষ্ট সময়ে 12 টা স্থির করা হয়। এর সাহায্যে কোনাে স্থানের অক্ষাংশও নির্ণয় করা যায়।
28. দ্রাঘিমারেখাগুলির মধ্যে কোনটিকে মূলমধ্যরেখা বলে ?
উত্তরঃ দ্রাঘিমারেখাগুলির মধ্যে যে রেখাটি ইংল্যান্ডের গ্রিনিচ শহরের মানমন্দিরের উপর দিয়ে গিয়েছে তাকে মূলমধ্যরেখা বা গ্রিনিচ রেখা বলে ।
আরো পড়তে- 1. আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে?