ফ্লেমিং এর ডানহস্ত নিয়মটি লেখ

ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম

ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম (Fleming's right hand rule) : চৌম্বকক্ষেত্রে কোন পরিবাহী গতিশীল হলে ঐ পরিবাহীতে আবিষ্ট তড়িৎপ্রবাহের অভিমুখ ফ্লেমিং-এর ডানহস্ত নিয়ম থেকে পাওয়া যায়। এই নিয়মানুসারে-
 ডান হাতে প্রথম তিনটি আঙুল—বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সমকোণে রাখলে যদি তর্জনী চুম্বকক্ষেত্রের অভিমুখ এবং বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে তা হলে মধ্যমা আবিষ্ট তড়িৎপ্রবাহের অভিমুখ নির্দেশ করবে।
ডায়নামাে বা জেনারেটার ডানহস্ত নিয়ম প্রয়ােগে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ণয় করা যায়।

উপরের বর্ণনা থেকে যে সব প্রশ্নের উত্তর করা যেতে পারে-
1. ফ্লেমিং এর ডান হাতি নিয়ম
2. ফ্লেমিং এর ডান হস্ত সূত্র
3. ফ্লেমিং এর সূত্র

আরো পড়ুন-
2. গ্যালভানোমিটার কি? গ্যালভানোমিটারের প্রকারভেদ
4. জুলের সূত্র বিবৃত করো।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url