ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম
ফ্লেমিং-এর বামহস্ত নিয়ম
ফ্লেমিং-এর বামহস্ত নিয়ম (Fleming's left hand rule) : চুম্বকক্ষেত্রে তড়িত্বহী তারের উপর কার্যকর বলের অভিমুখ ফ্লেমিং-এর বামহস্ত নিয়মানুসারে সহজেই নির্ণয় করা যায়। এই সূত্রানুসারে -
“বামহাতে বৃদ্ধাঙ্গুলী, তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করলে যদি মধ্যমা তড়িৎপ্রবাহের অভিমুখ, তর্জনী চৌম্বকক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে তাহলে বৃদ্ধাঙ্গুলী তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বলের অভিমুখ বা তারের বিক্ষেপের দিক নির্দেশ করে।”
উপরে বর্ণনা থেকে যেসব প্রশ্নের উত্তর করা যেতে পারে-
1. ফ্লেমিং এর বাম হস্ত সূত্রটি লেখ।
2. ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম এর চিত্র
3. ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম টি লেখ।
4. ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম কে কি বলে?
উঃ ফ্লেমিং'স লেফট হ্যান্ড রুল (Fleming's left hand rule)
আরো পড়ুন-
2. অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম
3. গ্যালভানোমিটার কি? গ্যালভানোমিটারের প্রকারভেদ
6. জুলের সূত্র