বার্লোচক্রের কার্যনীতি ব্যাখ্যা করো

বার্লোচক্রের কার্যনীতি ব্যাখ্যা করাে।

বার্লোচক্র কি? 
বার্লোচক্র এমন একটি যন্ত্র যার সাহায্যে তড়িৎপ্রবাহের উপর চুম্বকের ক্রিয়া দেখানাে যায়।
বার্লোচক্রের কার্যনীতি 
তড়িৎপ্রবাহের উপর চুম্বকের ক্রিয়ায় বার্লোচক্র কাজ করে। বার্লোচক্রে একটি তামার চাকা থাকে, যা অনুভূমিক অক্ষে ঘুরতে পারে। চাকার নীচের কাঠের পাটাতনে একটি লম্বা গর্তে কিছু পারদ রাখা হয় এবং গর্তটি চুম্বকের দুই শক্তিশালী মেরুর মধ্যে থাকে। চাকাটি এমনভাবে তৈরি যাতে ঘুরবার সময় এর একটি দাঁত সর্বদাই গর্তের পারদের সংস্পর্শে থাকে। তড়িৎকোশের এক প্রান্ত পারদের সঙ্গে এবং অপর প্রান্ত চাকার সঙ্গে যুক্ত করলে তড়িৎবর্তনী পূর্ণ হয় এবং চাকাটির তল চৌম্বক ক্ষেত্রের সমকোণে থেকে ঘুরতে থাকে। ফ্লেমিং-এর বামহস্ত নিয়ম দ্বারা ঘূর্ণনের অভিমুখ নির্ণয় করা যায়। এক্ষেত্রে, চাকাটি তড়িৎ পরিবাহী বস্তু। এটি চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ঘুরতে থাকে। তড়িৎপ্রবাহের অভিমুখ পরিবর্তন করলে বা চৌম্বক মেরুর অবস্থান পালটালে ঘূর্ণনের অভিমুখ পরিবর্তিত হয়। এই চক্রে তড়িৎশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।

ঘূর্ণনের অভিমুখঃ ফ্লেমিং-এর বামহস্ত বিধির সাহায্যে বালোচক্রের ঘূর্ণনের অভিমুখ নির্ণয় করা যায়।
ফ্লেমিং এর বামহস্ত বিধিঃ বামহস্তের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলি পরস্পরের সমকোণে প্রসারিত করলে, যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং মধ্যমা তড়িৎপ্রবাহের অভিমুখ নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি তড়িৎপরিবাহীর ঘূর্ণনের অভিমুখ নির্দেশ করবে।
(i) তড়িৎপ্রবাহের অভিমুখ পরিবর্তন করলে, ঘূর্ণনের অভিমুখ পরিবর্তিত হবে।
(ii) চুম্বকের মেরুদ্বয় স্থান বিনিময় করলে, ঘূর্ণনের অভিমুখ পরিবর্তিত হবে।
(iii) একই সঙ্গে তড়িৎপ্রবাহের অভিমুখ ও চুম্বকের মেরু পরিবর্তন করলে ঘূর্ণনের অভিমুখ অপরিবর্তিত থাকবে।

উপরে বর্ণনা থেকে যেসব প্রশ্ন হতে পারে-
1. বার্লোচক্র কি?
2. বার্লো চক্রের কার্যনীতি ব্যাখ্যা করো।
3. ফ্লেমিং এর বামহস্ত সূত্রটি কি?

আরো পড়ুন-
3. প্রেসার কুকারের কার্যনীতি ব্যাখ্যা করো।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url