মাপনী চোঙের সাহায্যে কিভাবে একটি অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন নির্ণয় করবে

মাপনী চোঙের সাহায্যে কিভাবে একটি অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন নির্ণয় করবে?

প্রথমে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে একটি অসম আকৃতির কঠিন বস্তুর ভর পরিমাপ করা হলো
মনে করি,বস্তুর ভর = m গ্রাম
এবার একটি পরিষ্কার ও শুকনাে মাপনী চোঙে নির্দিষ্ট দাগ পর্যন্ত এমন একটি তরল নেওয়া হল—যাতে পরীক্ষাধীন কঠিন বস্তুটি (i) দ্রবীভূত হয় না, (ii) ভাসে না এবং (iii) তরলটির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে না। এবার মাপনী চোঙের তরলের উপরতলের পাঠ নেওয়া হল। 
মনে করি, ঐ তরলের পাঠ = V1 মিলিলিটার (বা ঘন সেন্টিমিটার)।
এবার কঠিন বস্তুটিকে মােম লাগানাে সরু সুতােয় বেঁধে ধীরে মাপনী চোঙের সাহায্যে ধীরে তরলে ডুবিয়ে নিমজ্জিত বস্তুসহ মাপনী চোঙের তরলের পাঠ নেওয়া হল। 
মনে করি, ঐ পাঠ V2 মিলিলিটার (বা ঘন সেন্টিমিটার)। 
তাহলে, কঠিন বস্তুর আয়তন = (V2 - V1) মিলিলিটার (বা ঘন সেন্টিমিটার)
অতএব, পরীক্ষাধীন কঠিন বস্তুর ঘনত্ব= বস্তুর ভর/বস্তুর আয়তন
= m/(V2-V1) গ্রাম/মিলিলিটার (বা গ্রাম/ঘন সেন্টিমিটার)।

উপরে বর্ণনা থেকে যেসব প্রশ্নের উত্তর করা যেতে পারে-
1. মাপনী চোঙের সাহায্যে একটি কঠিন বস্তুর আয়তন কিভাবে মাপা হয়?
2. মাপনী চোঙ এবং সাধারন তুলার সাহায্যে তুমি কিভাবে একটি অনিয়মিত আকারের কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয় করবে?
3. জলে অদ্রাব্য কোনো অনিয়তাকার কঠিন বস্তুর ঘনত্ব আয়তন মাপক চোঙ ও সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে কিভাবে মাপবে?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url