ওজন বাক্সের বাটখারা গুলির ভরের অনুপাত 5:2:2:1 রাখা হয় কেন?

ওজন বাক্সে বাটখারাগুলির অনুপাত 5 : 2 : 2:1 রাখা হয় কেন?
উত্তরঃ ওজন বাক্সের বাটখারাগুলি এমন হওয়া প্রয়ােজন যাতে তাদের সাহায্যে যে-কোনাে বস্তুর ভর পরিমাপ করা যায়। 5 + 2 + 2 + 1 অর্থাৎ বাটখারাগুলির ভর 5 : 2 : 2:1 অনুপাতে নিলে তাদের একটি, দুটি, তিনটি বা চারটি বাটখারা
ব্যবহার করে এক একক থেকে দশ একক পর্যন্ত সমস্ত ভর পরিমাপ করা যাবে। যেমন, একটি 500 মিলিগ্রাম, একটি 200 মিলিগ্রাম ও একটি 100 মিলিগ্রাম বাটখারা ব্যবহার করে 800 মিলিগ্রাম ভর মাপা যাবে। এইজন্য ওজন বাক্সের বাটখারাগুলির ভরের অনুপাত 5 : 2 : 2 : 1 রাখা হয়।

আরো পড়ুন - 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url