দক্ষিণ আমেরিকা অবস্থান ও ভৌগোলিক গুরুত্ব বিষয়ে সংক্ষিপ্ত ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

দক্ষিণ আমেরিকা অবস্থান ও ভৌগোলিক গুরুত্ব বিষয়ে সংক্ষিপ্ত ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

1. দক্ষিণ আমেরিকা মহাদেশের আকৃতি কেমন ?
উত্তরঃ দক্ষিণ আমেরিকা মহাদেশের আকৃতি ত্রিভুজের মতাে।
2. দক্ষিণ আমেরিকা মহাদেশে বন্দর ও পােতাশ্রয় গড়ে ওঠেনি কেন ?
উত্তরঃ ভগ্ন উপকূল না হওয়ায় দক্ষিণ আমেরিকা মহাদেশে বন্দর ও পােতাশ্রয় গড়ে ওঠেনি।
3. দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রধান কৃষিজ দুটি ফসলের নাম লেখাে।
উত্তরঃ প্রধান কৃষিজ ফসল দুটি হল কোকো ও রবার।
4. দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন অঞ্চলে পশুপালন বেশি হয় ?
উত্তরঃ পম্পাস অঞ্চলে পশুপালন বেশি হয়।
5. কোন খনিজ সম্পদের অভাবে দক্ষিণ আমেরিকা মহাদেশের শিল্পের বিকাশ হয়নি ?
উত্তরঃ কয়লার অভাবে এখানে শিল্পের বিকাশ হয়নি।
6. তামা উৎপাদনে পৃথিবীর কোন দেশ প্রথম ?
উত্তরঃ তামা উৎপাদনে চিলি পৃথিবীর প্রথম।
7. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণির নাম কী ?
উত্তরঃ পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণির নাম আন্দিজ।
8. পৃথিবীর বৃহত্তম নদীর নাম কী ?
উত্তরঃ পৃথিবীর বৃহত্তম নদীর নাম আমাজন নদী।
9. কয়টি দেশ নিয়ে দক্ষিণ আমেরিকা গঠিত ?
উত্তরঃ ১৪টি দেশ নিয়ে দক্ষিণ আমেরিকা গঠিত।
10. দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর পূর্বদিকে কী আছে ?
উত্তরঃ দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর পূর্বদিকে আটলান্টিক মহাসাগর আছে।
11. কোন খাল উত্তর ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে ?
উত্তরঃ পানামা খাল উত্তর ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে।
12. দক্ষিণ আমেরিকা মহাদেশের গভীর অরণ্যের নাম কী ?
উত্তরঃ দক্ষিণ আমেরিকা মহাদেশের গভীর অরণ্যের নাম সেলভা।
13. দক্ষিণ আমেরিকা মহাদেশের স্থানীয় মানবগােষ্ঠী কারা ?
উত্তরঃ এই মহাদেশের স্থানীয় মানবগােষ্ঠী রেড ইন্ডিয়ান।

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

1. দক্ষিণ আমেরিকা মহাদেশের অবস্থান লেখাে।
উত্তরঃ ১৪টি দেশ নিয়ে গঠিত দক্ষিণ আমেরিকা মহাদেশ। এই মহাদেশকে অনেকে ল্যাটিন আমেরিকা বলে অভিহিত করে। উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণে এই মহাদেশ অবস্থিত। পানামা খাল উত্তর এবং দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে। উত্তরে ১২°২৮' উত্তর অক্ষরেখা থেকে দক্ষিণে ৫৬° দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত এবং পূর্বে ৩৪°৫০' পশ্চিম দ্রাঘিমারেখা থেকে পশ্চিমে ৮১°২১' পশ্চিম দ্রাঘিমা-রেখায় মহাদেশটি অবস্থিত।

2. দক্ষিণ আমেরিকা মহাদেশের সীমানা লেখাে।
উত্তরঃ দক্ষিণ আমেরিকা মহাদেশটি উত্তরদিক স্ফীত এবং দক্ষিণদিক সরু। পূর্বে আটলান্টিক মহাসাগর, পশ্চিমে প্রশান্ত মহাসাগর, উত্তরে পানামা খাল এবং ক্যারিবিয়ান সাগর এবং দক্ষিণে দক্ষিণ মহাসাগর।
3. কোন কোন দেশ নিয়ে দক্ষিণ আমেরিকা গঠিত ?
উত্তরঃ আর্জেন্টিনা, বলিভিয়া, ফরাসি গিয়ানা, ব্রাজিল, চিলি, ডাচ ওয়েস্ট ইন্ডিজ, পেরু, প্যারাগুয়ে, ত্রিনিদাদ, গুয়ানা এবং টবােগাে দেশ নিয়ে আমেরিকা মহাদেশ গঠিত।

4. দক্ষিণ আমেরিকা পশুপালনে উন্নতি লাভ করেছে কেন ?
উত্তরঃ নিরক্ষীয় অঞলে কিয়দাংশ অবস্থিত হওয়ায় প্রচুর বৃষ্টিপাত ঘটে। ফলে পম্পাস ও ক্যাম্পােস অঞ্চলে প্রচুর তৃণ জমে। সুতরাং বিস্তীর্ণ তৃণভূমি থাকায় এই অঞ্চল পশুপালনে বেশ উন্নত।

5. দক্ষিণ আমেরিকার জলবায়ু কীরূপ?
উত্তরঃ এই মহাদেশের জলবায়ু বৈচিত্র্যে ভরা। উত্তরদিকে নিরক্ষীয় জলবায়ু, পশ্চিমদিকে ভূমধ্যসাগরীয় জলবায়ু এবং আটাকামা ও প্যাটাগােনিয়া অঞ্চলে শুষ্ক জলবায়ু এবং দক্ষিণে নাতিশীতােষ্ণ জলবায়ু দেখা যায়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url