পম্পাস অঞ্চল সংক্ষিপ্ত ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পম্পাস অঞ্চল
1. পম্পাস শব্দের অর্থ কী ?উত্তরঃ পম্পাস শব্দের অর্থ উন্মুক্ত সমভূমি।
2. পম্পাস সমভূমি কীভাবে গঠিত হয়েছে ?
উত্তরঃ দীর্ঘদিন ধরে বায়ুবাহিত শুষ্ক অঞ্চলের ধুলাে, বালি সঞ্চিত হয়ে এই সমভূমি গঠিত হয়েছে।
3. পারানা, প্যারাগুয়ে কোন মহাসাগরে পতিত হয়েছে ?
উত্তরঃ পারানা, প্যারাগুয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে।
4. পম্পাস অঞ্চলের জলবায়ু কী ধরনের ?
উত্তরঃ পম্পাস অঞ্চলের জলবায়ু মনােরম এবং আরামদায়ক।
5. পম্পাসে কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মায় ?
উত্তরঃ ছােটো ছােটো তৃণ এখানকার স্বাভাবিক উদ্ভিদ। এছাড়া পপলার, ইউক্যালিপটাস প্রভৃতি গাছ জন্মায়।
6. পম্পাসের ওপর দিয়ে কোন কোন নদী বয়ে গেছে ?
উত্তরঃ পম্পাসের ওপর দিয়ে প্যারাগুয়ে, প্যারানা, উরুগুয়ে ইত্যাদি নদী বয়ে গেছে।
7. পম্পাস সমভূমির আকৃতি কীরূপ?
উত্তরঃ পম্পাস সমভূমির আকৃতি অনেকটা অর্ধচন্দ্রাকৃতি।
8. পম্পাস অঞ্চলের পূর্বে কোন মহাসাগর অবস্থিত ?
উত্তরঃ পম্পাস অঞলের পূর্বে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
9. পম্পাস অঞলের আয়তন কত ?
উত্তরঃ পম্পাস অঞ্চলের আয়তন প্রায় ৬,৪০,৮০০ বর্গ কিলােমিটার।
10. পম্পাস অঞ্চলে কী ধরনের মৃত্তিকা দেখা যায় ?
উত্তরঃ পম্পাস অঞ্চলে পলি ও লােয়েস মৃত্তিকা দেখা যায়।
11. কোন শিল্প পম্পাস অঞ্চলের প্রসিদ্ধ ?
উত্তরঃ ডেয়ারি শিল্প এখানকার প্রসিদ্ধ।
12. গৌচ কাদের বলে ?
উত্তরঃ পম্পাস অঞ্চলের রাখাল বা গােপালকদের গৌচ বলে।
13. পম্পাসের প্রধান গােপালন কেন্দ্রটি কোথায় ?
উত্তরঃ পম্পাসের প্রধান গােপালন কেন্দ্রটি করডােবায়।
14. পম্পাসের ঘাসের নাম কী ?
উত্তরঃ পম্পাসের ঘাসের নাম আলফাআলফা।
15. পম্পাস অঞ্চলের মৃত্তিকার গভীরতা কত ?
উত্তরঃ ৩০০ মিটারেরও অধিক
16. এস্টেনশিয়া বলতে কী বােঝাে ?
উত্তরঃ পম্পাস অঞলের গবাদি পশুচারণ ক্ষেত্র।
17. পম্পাস অঞলে সবথেকে বেশি রপ্তানি দ্রব্য কী ?
উত্তরঃ গােরু ও ভেড়ার মাংস।
18. আর্জেন্টিনার রাজধানীর নাম কী ?
উত্তরঃ আর্জেন্টিনার রাজধানীর নাম বুয়েন্স এয়ার্স।
19. কোন কৃষিজ ফসল পম্পাস অঞ্চলে বেশি উৎপন্ন হয় ?
উত্তরঃ গম এখানে বেশি উৎপন্ন হয়।
20. পম্পাস অঞলের অধিবাসীদের প্রধান উপজীবিকা কী ?
উত্তরঃ পশুপালন পম্পাস অঞ্চলের অধিবাসীদের উপজীবিকা।
পম্পাস অঞ্চলের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
1. পম্পাস অঞ্চলের অবস্থান কোথায়?
উত্তরঃ পম্পাস অঞ্চলটি উত্তরে প্রায় ২৮° দক্ষিণ অক্ষাংশ থেকে দক্ষিণে ৩৮° দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত এবং পূর্বে ৫৬° পশ্চিম দ্রাঘিমাংশ থেকে পশ্চিমে ৬৫° পশ্চিম দ্রাঘিমাংশ পর্যন্ত লা-প্লাটা নদীর অববাহিকায় অবস্থিত।
2. পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও।
উত্তরঃ বৈচিত্র্যহীন একটানা সমতলভূমি পম্পাস অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। পশ্চিমদিকের শুষ্ক অঞ্চল থেকে সূক্ষ্ম ধূলিকণা বায়ুতাড়িত হয়ে পম্পাস সমভূমিতে সঞ্চিত হয়েছে। প্রাচীন শিলাস্তরের উপর এর গভীরতা প্রায় ৩০০ মিটার। এই মাটি, খুব উর্বর। বুয়েন্স আয়ার্সের দক্ষিণে নীচু
পাহাড় ও উরুগুয়েতে স্থানে স্থানে তরঙ্গায়িত সমভূমি দেখা যায়। পম্পাসের উত্তর-পূর্বাংশের উত্তরদিকে পারানা ও উরুগুয়ে নদী প্রবাহিত হয়েছে। ভূপৃষ্ঠের খুব সামান্য নীচেই জল পাওয়া যায়।
3. পম্পাস অঞ্চলের নদনদীর সংক্ষিপ্ত পরিচয় দাও।
উত্তরঃ পম্পাস অঞ্চলের প্রধান নদী লা-প্লাটা। এছাড়া প্যারান ও প্যারাগুয়ে নদী প্রধান। পম্পাস অঞ্চলের মধ্য দিয়ে পারানা এবং পূর্বদিক দিয়ে উরুগুয়ে নদী প্রবাহিত। এই নদীগুলাে আটলান্টিক মহাসাগরে এসে মিশেছে। পম্পাস অঞ্চলের অন্যান্য উল্লেখযােগ্য নদী হল কলােরাডাে, সালাডা, মালাডা, ভাল্লিমানাকা।
4. পম্পাসকে পৃথিবীর শ্রেষ্ঠ কৃষিবলয় বলে কেন?
উত্তরঃ পম্পাস অঞ্চলটি প্রায় সমতল। নদীবাহিত পলি ও লােয়েস মৃত্তিকায় সমৃদ্ধ। অনুকূল জলবায়ু, পর্যাপ্ত বৃষ্টিপাত, পরিমিত উষ্ণতা কৃষির পক্ষে উপযােগী হওয়ায় এখানে ব্যাপক পরিমাণে গম ও ভুট্টা চাষ হয়। এ কারণে পম্পাসকে শ্রেষ্ঠ কৃষিবলয় বলে।
5. পম্পাস অঞ্চলে ডেয়ারি শিল্প এত বেশি কেন ?
উত্তরঃ কৃষিকার্যের উন্নতির পূর্বে পশুপালনই এই অঞ্চলের প্রধান উপজীবিকা ছিল। অনুকূল জলবায়ুর জন্য এখানে প্রচুর তৃণ জন্মায় যা গবাদি পশুর প্রধান খাদ্য। সুতরাং পশুর চাষ বৃদ্ধি পায়। ভেড়া, গােরু, মােষ থেকে প্রচুর দুধ পাওয়া যায় বলে এখানে ডেয়ারি শিল্প বেশি গড়ে উঠেছে।
6. পম্পাসকে রুটির ঝুড়ি বলে কেন ?
উত্তরঃ গম চাষের অনুকূল ভৌগােলিক পরিবেশের জন্য এখানে কৃষির উন্নতি ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। পর্যাপ্ত বৃষ্টিপাত, কৃষির উপযােগী উষ্ণতা, পলি মাটি ইত্যাদির জন্য এখানে প্রচুর গম উৎপন্ন হয়। এজন্য পম্পাসকে রুটির ঝুড়ি বলা হয়।
7. পম্পাস তৃণভূমিতে পশুপালন উন্নতি লাভ করেছে কেন ? এখানে কী কী পশু কোন কোন উদ্দেশ্যে প্রতিপালিত হয় ? এই পম্পাস অঞ্চলে কৃষিজাত দ্রব্যগুলি কী কী ?
উত্তরঃ পম্পাসের উন্মুক্ত তৃণভূমি, মৃদু জলবায়ু ও পর্যাপ্ত পরিমাণ জল থাকায় গবাদি পশুপালনের পক্ষে খুবই উপযােগী। এক সময় পশুপালনই এখানকার অধিবাসীদের একমাত্র উপজীবিকা ছিল। বর্তমানে পৃথিবীর অতি উন্নত কৃষি অঞ্চলগুলির মধ্যে একটি উল্লেখযােগ্য কৃষি অঞ্চলে পরিগণিত হয়েছে। তবুও এখনও পশুপালন অধিবাসীদের প্রধান উপজীবিকা। পশুখাদ্যের জন্য তৃণভূমিতে আলফা আলফা ঘাস বপন করা হয়। মাংসপ্রদায়ী ও দুগ্ধবতী—উভয় রকমের গােরু পালন করা হয়। পম্পাস তৃণভূমি মেষ পালনের জন্য বিখ্যাত। গবাদি পশু ও মেষের মাংস আধুনিক প্রথায় জমাট করে বিদেশে রপ্তানি করা হয়। আর্জেন্টিনা পৃথিবীর প্রধান গােমাংস রপ্তানিকারক দেশ। মাংস ও চর্মশিল্প এখানকার অধিবাসীদের প্রধান জীবিকা। পম্পাস অঞ্চলের উর্বর লােয়েস মাটিতে ৫০ সেমি বৃষ্টিপাত ও ১০ সেলসিয়াস তাপমাত্রায় প্রচুর গম উৎপন্ন হয়। গম এই অঞ্চলের বসন্তকালীন ফসল। ভুট্টা, যব, রাই, ওট ইত্যাদি অন্যান্য কৃষিজ দ্রব্য।
আরো পড়তে- 1. মিশরকে নীলনদের দান বলা হয় কেন?