গাছ না থাকলে কি হবে

পৃথিবীতে গাছ না থাকলে কি হবে

অথবা
পৃথিবীতে হঠাৎ গাছপালা উজাড় হয়ে গেলে কি ঘটবে
অথবা 
সবুজ উদ্ভিদ ধ্বংস হয়ে গেলে প্রাণিজগতের অস্তিত্বও বিপন্ন হবে কেন?
উঃ সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ যে খাদ্য ও অক্সিজেন উৎপন্ন করে তার ওপর নির্ভর করেই বেঁচে থাকে সমস্ত জীব। তৃণভােজী প্রাণীরা সরাসরি উদ্ভিজ্জ-খাদ্য গ্রহণ করে। মাংসাশী প্রাণীরা তৃণভােজী প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করলেও পরােক্ষভাবে সালােকসংশ্লেষে উৎপন্ন খাদ্যের ওপরই নির্ভরশীল। শ্বসনের জন্য জীবদের অক্সিজেনের প্রয়ােজন। এই অক্সিজেনের মূল উৎস সালােকসংশ্লেষে উৎপন্ন অক্সিজেন, সুতরাং সবুজ উদ্ভিদ ধ্বংস হয়ে গেলে তার প্রভাব মানুষ সহ সমস্ত প্রাণিকুলের ওপর এসে পড়বে এবং পৃথিবী উষ্ণ হয়ে উঠবে এবং মরুভূমির সৃষ্টি হবে।
অক্সিজেন উৎপন্ন হবে না এবং অক্সিজেন না থাকার কারণে প্রাণীরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url