অক্ষাংশ কাকে বলে ? কলকাতার অক্ষাংশ 22°34’ উঃ বলতে কী বােঝায় ?

অক্ষাংশ কি ও কলকাতার অক্ষাংশ বলতে কী বোঝো

অক্ষাংশ কাকে বলে ? কলকাতার অক্ষাংশ 22°34’ উঃ বলতে কী বােঝায় ?
উত্তরঃ নিরক্ষরেখা হতে উত্তর বা দক্ষিণে কোনাে স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলে।
কলকাতার অক্ষাংশ 22°34' উঃ বললে বােঝায় যে, কলকাতা উত্তর গােলার্ধে এমনই এক সমাক্ষরেখায় অবস্থিত যা হতে ভূকেন্দ্র পর্যন্ত কল্পিত ব্যাসার্ধ নিরক্ষবৃত্তের পরিধি হতে ভূকেন্দ্র পর্যন্ত কল্পিত ব্যাসার্ধের সঙ্গে 22°34' কোণ উৎপন্ন করে। এই কোণই নিরক্ষরেখা হতে উত্তরে কলকাতার কৌণিক দূরত্ব।
আরো পড়তে-
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url